‘পুতিন ক্ষমতায় থাকতে পারেন না’- বাইডেনের এ উক্তির অর্থ কী

‘পুতিন ক্ষমতায় থাকতে পারেন না’- বাইডেনের এ উক্তির অর্থ কী

‘পুতিন ক্ষমতায় থাকতে পারেন না’- বাইডেনের এ উক্তির অর্থ কী

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ডে দেয়া এক ভাষণে ‘ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকতে পারেন না’ এমন কথা বলার পর হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট মস্কোতে ক্ষমতার পটপরিবর্তনের আহ্বান জানাননি।

শনিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে দেয়া ওই ভাষণের একেবারে শেষে বাইডেন বলেন, ঈশ্বরের দোহাই, এই লোকটি ক্ষমতায় থাকতে পারে না।বাইডেনের এ কথাটি ভাষণের লিখিত রূপে অন্তর্ভুক্ত ছিল না। জো বাইডেন আরো বলেন, ইউক্রেনে রাশিয়া কখনো বিজয় পাবে না।

এ বক্তব্যের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, এটা রাশিয়া বা যে কোনো দেশের জনগণের ব্যাপার।তিনি বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্রের রাশিয়া বা বিশ্বের অন্য কোথাও ক্ষমতার পটপরিবর্তন ঘটানোর কোনো পরিকল্পনা নেই।'এক বক্তব্যে ব্লিংকেন বলেন, প্রেসিডেন্ট যা বোঝাতে চেয়েছেন তা হলো পুতিনকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে দেয়া যায় না।

শনিবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ ব্যাপারে বলেন, প্রেসিডেন্ট বাইডেন মস্কোতে ক্ষমতার পটপরিবর্তনের আহ্বান জানাননি, তার কথার অর্থ হচ্ছে যে পুতিনকে তার প্রতিবেশীদের ওপর জোর খাটাতে দেয়া যায় না।ক্রেমলিন বাইডেনের এই মন্তব্য প্রত্যাখ্যান করে বলেছে, রাশিয়ার নেতা কে হবে তা রুশরাই নির্ধারণ করবে।

যুক্তরাষ্ট্রের ভেতরেও কেউ কেউ বাইডেনের বক্তব্যের সমালোচনা করেছেন। প্রবীণ মার্কিন কূটনীতিক এবং বৈদেশিক সম্পর্ক বিষয়ক মার্কিন কাউন্সিলের সভাপতি রিচার্ড হ্যাস এক টুইট বার্তায় বলেছেন, বাইডেন একটি কঠিন পরিস্থিতিকে আরো কঠিন এবং বিপজ্জনক অবস্থাকে আরো বিপজ্জনক করে ফেলেছেন।তিনি বলেন, পুতিনের এখন মনে হবে যে তিনি চিরকাল যা বিশ্বাস করে আসছিলেন তাই এ কথার ভেতর দিয়ে নিশ্চিত হয়েছে।

বাইডেন যেদিন এই মন্তব্য করেন - সেদিনই পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের ৭০ কিমি দূরের লাভিভ শহরে তিনটি রুশ মিসাইল আঘাত হানে, যেখানে এ যুদ্ধের সময় এ পর্যন্ত কোনো ভারি বোমাবর্ষণ হয়নি।লাভিভ শহরের মেয়র আন্দ্রিই সাডোভি বলেন, এ হামলার সময় নির্বাচনটা খুব পরিষ্কার । পোল্যান্ড সফররত প্রেসিডেন্ট বাইডেনের জন্য এই ক্ষেপণাস্ত্র হামলা ছিল একটা বার্তা।

এর আগে পোল্যান্ডে ইউক্রেনীয় শরণার্থীদের সাথে সাক্ষাতের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভ্লাদিমির পুতিনকে একজন কসাই হিসেবে বর্ণনা করেন।ওয়ারসতে জাতীয় স্টেডিয়ামের এই অনুষ্ঠানটি টেলিভিশনে সম্প্রচার হবার সময় তিনি এই মন্তব্য করেন।

এর আগে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেই দুদার সাথে বৈঠক করেন বাইডেন। ওই বৈঠকে পোল্যান্ডে মার্কিন বিমান, ট্যাঙ্ক এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানো আরো দ্রুত করার জন্য দুদা প্রেসিডেন্ট বাইডেনকে অনুরোধ করেছেন।বাইডেন ইউক্রেনের দুজন মন্ত্রীর সাথেও সরাসরি বৈঠক করেছেন।

সূত্র : বিবিসি