বিরোধী দলের অনাস্থা প্রস্তাব বিদেশি ষড়যন্ত্রে: ইমরান খান

বিরোধী দলের অনাস্থা প্রস্তাব বিদেশি ষড়যন্ত্রে: ইমরান খান

ইমরান খান

অনাস্থা ভোটের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রোববার এক ঐতিহাসিক সমাবেশের ডাক দিয়েছেন। ওই সমাবেশে ইমরান খান দাবি করেছেন,  বিরোধী দল পেশ করা অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তার জোট সরকারকে উৎখাতের জন্য বিদেশি শক্তি 'ষড়যন্ত্রে' জড়িত। পাকিস্তানের সংবাদ মাধ্যম ট্রিবিউন রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই দাবির প্রমাণ হিসেবে একটি ‘চিঠির’ প্রসঙ্গ তুলে ইমরান খান বলেন, ‘দেশের বৈদেশিক নীতি সংশোধন করার জন্য’ বিদেশি শক্তি স্থানীয় রাজনীতিবিদ ও অর্থ ব্যবহার করেছে। 

পাকিস্তানের শাসনব্যবস্থা পরিবর্তনে বিদেশি শক্তি জড়িত উল্লেখ করে ইমরান খান আরও বলেন, আমি খুব কমই লিখিত বক্তব্য দেই….তবে আজ আমি আমার বক্তব্য লিখে এনেছি যেন আমি আবেগতাড়িত হয়ে না যায় এবং এমন কিছু বলে না ফেলি, যা আমাদের বৈদেশিক নীতিতে প্রভাব ফেলে।

ইসলামাবাদের  'ঐতিহাসিক' সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পদ থেকে সরে যেতে হলেও তিনি 'দুর্নীতিবাজ নেতাদের' ছাড়বেন না ।