পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিলেন রাষ্ট্রপতি

পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিলেন রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শমতো দেশের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি ড. আরিফ আলভি। সবাইকে অবাক করে দিয়ে ইমরান খান আজ রোববার পার্লামেন্ট ভেঙে দেয়ার সুপারিশ করেন।

জিও নিউজের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। 

পাকিস্তানে আজ রোববার সকাল থেকেই একটির পর একটি নাটকীয় ঘটনা ঘটে যাচ্ছে। আজ ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হওয়ার কথা ছিল। ইমরান খান তার সমর্থকদের ইসলামাবাদে জমায়েত হতে বলেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

এদিকে আজ সকালে পার্লামেন্ট অধিবেশন শুরুর পরপরই ডেপুটি স্পিকার কাসিম সুরি অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক আখ্যায়িত করে তা বাতিল করে দেন।
এর পরপরই জাতির উদ্দেশে ভাষণে বলেন যে তিনি রাষ্ট্রপতিকে পার্লামেন্ট ভেঙে দেয়ার সুপারিশ করেছেন। এরপর রাষ্ট্রপতি ওই পরামর্শ মেনে পার্লামেন্ট ভেঙে দেন। এখন নতুন নির্বাচন হবে পাকিস্তানে।