আফিমের ওপর কঠোর নিষেধাজ্ঞা দিল তালেবান

আফিমের ওপর কঠোর নিষেধাজ্ঞা দিল তালেবান

ছবি: সংগৃহীত

বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদনকারী দেশ আফগানিস্তানে আফিসসহ সব মাদক উৎপাদন নিষিদ্ধ করেছে তালেবান। রোববার এই ঘোষণা দেওয়া হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। 

তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার এক আদেশ বলা হয়েছে, সব আফগানদের জানানো হচ্ছে যে এখন থেকে সারা দেশে পপি চাষ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। 

ওই আদেশ কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ সম্মেলনে ঘোষণা করে বলা হয়েছে, যদি কেউ আদেশটি লঙ্ঘন করে তাহলে ফসল ধ্বংস করা হবে এবং লঙ্ঘনকারীদের প্রতি শরিয়া আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।