ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রতীকী ছবি

ফরিদপুরের সালথায় ব্যাটারি চালিত অটোরিকশা আটকে রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এই সময় বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটেরও খবর পাওয়া যায়। রোববার উপজেলার গট্টি ইউনিয়নে রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত এই সংঘর্ষ চলে।

স্থানীয়রা জানায়, উপজেলার গট্টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সদস্য নুরু মাতুব্বর নামে এক ব্যক্তির লোকজন ওই এলাকার ইয়াকুব মাতুব্বর নামের অপর এক ব্যক্তির সমর্থকের একটি ব্যাটারি চালিত অটো রিকশা আটকে রাখে। পরে এই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হলে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ২০ জন আহত হন, এসময় বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসিকুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। আপাতত পরিবেশ শান্ত রয়েছে। তবে সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্র : ইউএনবি