নতুন করে কোয়ালিশন সরকার গঠন করতে চান না ইমরান

নতুন করে কোয়ালিশন সরকার গঠন করতে চান না ইমরান

নতুন করে কোয়ালিশন সরকার গঠন করতে চান না ইমরান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, নতুন করে সরকার গঠন করার সময় তিনি আর কোনো দলের সাথে কোয়ালিশন গঠন করতে চান না। কারণ, কোয়ালিশন সরকার ব্লাকমেইল করতে সক্ষম বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার ইমরান খান এমন মন্তব্য করেন।

এ বিষয়ে এক জনসভায় ইমরান খান বলেন, এবার আমরা আমাদের লোকদের নিয়ে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করব। এবারের সরকারে আমাদের আদর্শিক লোকেরা থাকবেন।

ইমরান খান বলেন, কায়েমী স্বার্থবাদী মানুষদের জন্য আমাদের দলে কোনো জায়গা নেই। বিবেকবান প্রতিবাদী, একনিষ্ঠ, আন্তরিক ও নিবেদিতপ্রাণ ব্যক্তিদের নেতৃত্বে রেখে সরকার গঠন করা হবে।

এর আগে ইসলামাবাদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কেন্দ্রীয় কার্যযনির্বাহী কমিটির একটি বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে পার্লামেন্টারি বোর্ড গঠনের বিষয়টি অনুমোদিত হয়।এ পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে আসন্ন নির্বাচনে পিটিআইয়ের টিকিট কারা পাবেন তার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সূত্র : দ্যা এক্সপ্রেস ট্রিবিউন