ভারতে ডিজিটাল বিশ্ববিদ্যালয় হচ্ছে

ভারতে ডিজিটাল বিশ্ববিদ্যালয় হচ্ছে

প্রতীকী ছবি

ভারত সরকার দেশটির ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটে দেশে একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছে। শিক্ষা প্রতিমন্ত্রী ড. রাজকুমার রঞ্জন সিং আজ এখানে রাজ্য সভায় এ তথ্য জানান। 

মন্ত্রী রাজ্য সভায় এক লিখিত জবাবে জানান, দেশে বসেই আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহনে ও শিক্ষা অভিজ্ঞতা অর্জনে সারাদেশের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ পাবে। মন্ত্রী বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, এই বিশ্ববিদ্যালয়ে ভারতের বিভিন্ন ভাষায় এবং আইসিটি ফরম্যাটে শিক্ষা প্রদান করা হবে। মন্ত্রী আরও জানান, বিশ্ববিদ্যালয়টি আইসিটি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে নেটওয়ার্ক হাব স্পোক মডেলে নির্মাণ করা হবে। দেশের সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ইনিস্টিটিউটগুলো একটি হাব স্পোক নেটওয়ার্ক হিসাবে এটিকে সহযোগিতা করবে। 

উচ্চ শিক্ষা অধিদপ্তর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), অল ইন্ডিয়া কারিগরি শিক্ষা কাউন্সিল এবং অন্যান্য স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করে, যথাশীঘ্রসম্ভব এই ডিজিটাল বিশ্ববিদ্যালয় চালু করার প্রক্রিয়া শুরু করেছে। 

 

সূত্র: বাসস