ময়মনসিংহে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট

ময়মনসিংহে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সতর্কতামূলক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

বুধবার বিকালে উপজেলার বিভিন্ন হাট বাজারে ওই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার এতে নেতৃত্ব দেন। 

ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার বলেন, রমজান মাসে ফুলপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার দর নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং টিম গঠন করা হয়েছে। এই টিমের কার্যক্রম অব্যাহত থাকবে। অনেক দোকানে মূল্য তালিকা টানানো পাওয়া যায়নি। এরপরও জরিমানা না করে প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এ আইন কেউ অমান্য করলে জরিমানা করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় ফুলপুর থানা পুলিশ তার সাথে উপস্থিত ছিলেন।