হিন্দি ভাষা চাপানো নিয়ে প্রতিবাদ

হিন্দি ভাষা চাপানো নিয়ে প্রতিবাদ

ছবি: সংগৃহীত

ভারতে নতুন করে ভাষা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কয়েক দিন ধরে দক্ষিণ ভারত, পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতে হিন্দি ভাষা চাপানোর কেন্দ্রীয় উদ্যোগের বিরুদ্ধে শুরু হয়েছে তীব্র বিরোধিতা। দক্ষিণ ভারতের বিশিষ্ট সংগীত পরিচালক এ আর রাহমান থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন হিন্দি ভাষা চাপানোর প্রতিবাদ করেছেন।

পশ্চিমবঙ্গের একাধিক সংগঠন কেন্দ্রীয় উদ্যোগের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। উত্তর-পূর্ব ভারতে ভাষা চাপানোর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে প্রধান ছাত্রসংগঠনগুলো।

হিন্দি ভাষা নিয়ে বিতর্কের সূত্রপাত ৭ এপ্রিল। ওই দিন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের আনুষ্ঠানিক ভাষা কমিটির বৈঠকে বলেন, নবম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের হিন্দি ভাষা শেখাতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিষয়টির ওপরে অত্যন্ত জোর দিচ্ছেন যেন সরকারের কাজকর্ম পুরোপুরিভাবে হিন্দি ভাষায় করা যায়।