ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ের তান্ডবে ২০০ পরিবারের মানবেতর জীবনযাপন

ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ের তান্ডবে ২০০ পরিবারের মানবেতর জীবনযাপন

ছবি: সংগৃহীত

সোমবার (১১ এপ্রিল) ভোর রাত থেকে সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। এতে অন্তত ২০০ পরিবার তাদের মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে। তারা সবাই এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয়রা জানান, ভোররাত ৩টা থেকে কালবৈশাখী ঝড় শুরু হয়। সকাল পর্যন্ত চলা ওই ঝড়ে ভলাকুট ইউনিয়নের ভলাকুট, দুর্গাপুর, কঠুই, খাগালিয়া ও বালিখোলাসহ বেশ কয়েকটি গ্রামের দুই শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। পাশাপাশি ভলাকুট ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়, মসজিদ ও মাদরাসাও লন্ডভন্ড হয়ে যায়। 

এছাড়া ঝড়ে ভেঙে পড়ে অসংখ্য গাছপালা ও কয়েকটি বিদ্যুতের খুঁটি। অনেকের ঘরেই খাবারের কিছু নেই। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ত্রাণ সহায়তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।