ফ্রান্সের নির্বাচন : দ্বিতীয় দফায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

ফ্রান্সের নির্বাচন : দ্বিতীয় দফায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার লড়াইয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ২৭.৮৪ শতাংশ ভোট পেয়ে ডানপন্থী মারিন লো পেনের চেয়ে এগিয়ে থাকলেও ব্যবধানটি খুবই অল্প। এখন তাদের দু’জনকে দ্বিতীয় দফার লড়াইয়ে নামতে হবে। আর এ দফার ভোটের হিসেব-নিকেশে কার ভাগ্যে জুটবে প্রেসিডেন্ট হিসেবে এলিসি প্রাসাদ - তা এখনই বলা যাচ্ছে না।

সর্বশেষ এক জনমত জরিপে দেখা যাচ্ছে যে, ইমানুয়েল ম্যাক্রো ৫১ শতাংশ সমর্থন পেয়ে মারিন লো পেনের (৪৯ শতাংশ) চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। কিন্তু তা সত্ত্বেও বিশ্লেষকরা মনে করছেন দ্বিতীয় রাউন্ডে ম্যাক্রো যে জিতবেনই তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই প্রথমবারের মতো একজন নারী হিসেবে মারিন লো পেন নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রথম ধাপের প্রার্থীদের ভোটের পরিসংখ্যানের দিকে তাকালেই ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়।

মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রো পেয়েছেন ২৭.৮৪ শতাংশ ভোট। ডানপন্থী ন্যাশনাল র‍্যালির মারিন লো পেন পেয়েছেন ২৩.১৫ শতাংশ ভোট। কট্টর বামপন্থী মেলেশঁ পেয়েছেন ২১.৯৫ শতাংশ। কট্টর ডানপন্থী এরিক জিমুর পেয়েছেন ৭.০৭ শতাংশ। রিপাবলিকান ভ্যালেরি পেক্রেস পেয়েছেন ৪.৭৮ শতাংশ, গ্রিনসের ইয়ানিক জাদো ৪.৬৩ শতাংশ।

অন্য প্রার্থীরা ভোট পেয়েছেন এর চেয়েও কম। যেহেতু দ্বিতীয় দফা নির্বাচনে দু’জন মাত্র প্রার্থী, তাই আগামী ২৪ এপ্রিল যদি ম্যাক্রো বিরোধী সব ভোট মারিন লো পেনের বাক্সে পড়ে তাহলে ম্যাক্রো হেরে যেতে পারেন।

তবে তৃতীয় স্থান পাওয়া জঁ-লুক মেলেশঁ তার ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, তারা যেন দ্বিতীয় পর্বে কোনোভাবেই লো পেনকে ভোট না দেন। এ রকম মেরুকরণ অন্য দলের ভোটারদের মধ্যেও হতে পারে এবং এগুলোর ওপরই নির্ভর করবে দ্বিতীয় দফা ভোটের ফলাফল। শুরু হয়ে গেছে দ্বিতীয় দফার ভোটের প্রচারণা।

শুরুতেই প্রেসিডেন্ট ম্যাক্রো দেশের উত্তরাঞ্চল সফর করছেন। প্রধান প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী রাজনীতিক মারিন লো পেনকে হারাতে ভোটারদের সমর্থন আদায়ে তার হাতে মাত্র ১২ দিন সময় রয়েছে। যে অঞ্চলটি ম্যাক্রো সোমবার সফর করছেন সেখানে মারিন লো পেনের বড় ধরনের সমর্থন রয়েছে।

সূত্র : বিবিসি