যান্ত্রিক ত্রুটিতে সৈয়দপুর-ঢাকা বিমানের ফ্লাইট বাতিল

যান্ত্রিক ত্রুটিতে সৈয়দপুর-ঢাকা বিমানের ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

নীলফামারী জেলার সৈয়দপুর বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে বিজি-৪৯৬ বিমানটি সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের নির্ধারিত সূচি ছিলো। এটি ছিলো বিমানের এদিনের সর্বশেষ ফ্লাইট।

ফ্লাইট বাতিলের কারণে বিমানের ৭০ জন যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন। পরে রাত ১১টার দিকে ২৬ জন যাত্রীকে সৈয়দপুর শহরের একটি আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করে বিমান কর্তৃপক্ষ।