ভারতে ১২ বাংলাদেশী গ্রেফতার

ভারতে ১২ বাংলাদেশী গ্রেফতার

ছবি: সংগৃহীত

বৈধ কাগজপত্র না থাকায় ভারতের মহারাষ্ট্রে ১২জন বাংলাদেশী গ্রেফতার হয়েছেন। এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, গ্রেফতারকৃতরা ভারতীয় নাগরিক নয়, বিদেশী হিসেবে কোন বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি তারা।সোমবার মহারাষ্ট্রের পালঘর জেলা থেকে ওই ১২ জনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে ৯ জন মহিলা।

রাজ্যের সন্ত্রাসবিরোধী দফতরের কর্মকর্তারা চিরুনি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। কর্মকর্তারা বলেছেন, রাজ্যে বিশৃঙ্খলা এড়াতে ও অনুপ্রবেশ রুখতে এই অভিযান চালানো হয়েছে।

মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী সেলের শীর্ষস্থানীয় কর্মকর্তা মানসিং পাটিল জানিয়েছেন, ১২ জন বাংলাদেশীর কারো কাছেই কোনও বৈধ কাগজ বা পরিচয়পত্র নেই। এরা ভারতের নাগরিক নয়। কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এদেশে ঢুকে বেআইনিভাবে বসবাস করছিল বইসার এলাকায়। খবর পেতেই সন্ত্রাসবিরোধী সেলের পুলিশ কর্মীরা গ্রেফতার করে এদের। কী করে তারা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে বসবাস করছে, জানতে তদন্তে নেমেছে প্রশাসন।