বঙ্গোপসাগরে জাহাজ ডুবি,নিখোঁজ ১১

বঙ্গোপসাগরে জাহাজ ডুবি,নিখোঁজ ১১

ফাইল ছবি

নোয়াখালীর ভাসানচর উপকূলে বঙ্গোপসাগরে কয়লাবোঝাই সজল-তন্ময়-২ নামের একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজে থাকা ১১ জন নাবিক নিখোঁজ রয়েছেন।শনিবার বেলা ২টার দিকে ভাসানচর কোস্টগার্ডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল মোমেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নোয়াখালী ভাসানচর থেকে ১২ কিলোমিটার দূরে গাঙ্গিয়ারচরের কাছাকাছি এ জাহাজডুবির ঘটনা ঘটেছে। তবে ঠিক কখন এ জাহাজডুবি ঘটে তা কেউ নিশ্চিত করে জানাতে পারেনি।

তিনি আরো বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে রয়েছি। জাহাজে থাকা নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর জাহাজের সহায়তায় কাজ করছি। অতিরিক্ত রোলিং বা সাগর উত্তাল থাকায় উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।এ পর্যন্ত জাহাজডুবির ঘটনায় কাউকে উদ্ধার করা যায়নি এবং লাইটার জাহাজটিরও কোনো সন্ধান মেলেনি বলে জানান তিনি।