যুদ্ধে গোলাবারুদের সংকটে ইউক্রেন!

যুদ্ধে গোলাবারুদের সংকটে ইউক্রেন!

ছবি: সংগৃহীত

রাশিয়া ইউক্রেনের দোনবাস প্রদেশে হামলা করার প্রস্তুতি নিচ্ছে। যে কোনো সময় তারা পুরো দোনবাস দখল করার জন্য হামলে পড়বে, এমন শঙ্কাই করছে ইউক্রেনের কর্মকর্তারা ও পশ্চিমা দেশগুলো। 

আর এমন সময় ইঙ্গিত পাওয়া যাচ্ছে, রুশদের মোকাবেলা করার জন্য ইউক্রেনের হাতে পর্যাপ্ত গোলাবারুদ নেই। 

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলায়েক শনিবার ইউরোপের দেশগুলোকে তাগাদা দিয়েছেন যেন দ্রুত গোলাবারুদ পাঠানো হয়।

দ্রুত গোলাবারুদ পাঠানোর আহ্বান জানিয়ে টুইটে তিনি বলেন, গোলাবারুদ আসতে অনেক সময় লাগছে। আমাদের এ মুহূর্তে এগুলো প্রয়োজন। 

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা গণমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, দোনবাসে রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে গিয়ে হয়ত গোলাবারুদের সংকটে পড়বে ইউক্রেন। 

সূত্র: সিএনএন, ফোর্বস