স্মার্টফোনের পরে এবার আসতে পারে ভিআর

স্মার্টফোনের পরে এবার আসতে পারে ভিআর

ছবি: সংগৃহীত

১৫ বছর আগে স্টিভ জবস তিনটি নতুন পণ্যের ঘোষণা দিয়েছিলেন। একটি ছিল মিউজিক প্লেয়ার, একটি মোবাইল ফোন ও আরেকটি ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগের যন্ত্র। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের তখনকার প্রধান স্টিভ জবস যখন নতুন পণ্যের বিষয়টি দর্শকদের সামনে হাজির করলেন, লোকজন তখন চমকে গেল। দর্শকেরা ধীরে ধীরে যখন বুঝতে পারলেন স্টিভ জবসের ঘোষণা দেওয়া তিনটি পণ্য আসলে মাত্র একটি পণ্য; আর সে পণ্যটি হলো আইফোন। দর্শকের করতালি আর স্টিভ জবসের হাত ধরে ঘুরে গেল স্মার্টফোনের জগৎ। নতুন প্রযুক্তির যুগ শুরু হলো।

এই মুহূর্তে পরবর্তী সম্ভাবনাময় প্রযুক্তি ধারণা হচ্ছে ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট। করোনা মহামারির সময় এই প্রযুক্তি ধারণার বিষয়টি বড় আকারে সামনে এসেছে। তবে আরও আশাব্যঞ্জক হয়ে উঠেছে অগমেন্টেড রিয়েলিটি (এআর) অভিজ্ঞতা পাওয়ার জন্য বিশেষ চশমা। এ চশমার মাধ্যমে বাস্তব জগতের সঙ্গে কম্পিউটার গ্রাফিক যুক্ত হলে নতুন অভিজ্ঞতা পাওয়া যায়। এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারী কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে বাস্তব জগতের বস্তু ও মানুষের মধ্যে সমন্বয় সাধন করতে পারে। চশমার মাধ্যমে কথোপকথন চালানো ছাড়াও প্রয়োজনীয় নানা কাজ সারা যাবে। কিন্তু এ ধরনের চশমা বাজারে আসতে আরও কিছুদিন দেরি হতে পারে।