রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ

ইউক্রেইন আক্রমণকে কেন্দ্র করে বুধবার খনিজ তেল বিক্রির ওপর ষষ্ঠ দফা প্যাকেজ প্রস্তাব নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান জানিয়েছে ২৭ দেশ নিয়ে গঠিত ইউরোপীয় ইউনিয়ন।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন রাশিয়ার বৃহত্তম ব্যাংক সোভকমব্যাংক ও অন্য দুটি বড় ব্যাংকের লেনদেন আন্তর্জাতিক নেটওয়ার্ক ‘সুইফট’ থেকে বিচ্ছিন্ন করার প্রস্তাব দিয়েছে।

ফ্রান্সের স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেয়ার সময় ফন ডার লেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোকে ছয় মাসের মধ্যে অপরিশোধিত তেল আমদানি বন্ধ এবং বছরের শেষ নাগাদ পরিশোধিত পণ্য আমদানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন।প্রস্তাবগুলো কার্যকর করার জন্য সর্বসম্মতিক্রমে অনুমোদিত হওয়া প্রয়োজন এবং এই বিষয়ে নিয়ে অনেক বিতর্ক চলছে।
সূত্র : ইউএনবি