এভারেস্টের চূড়ায় উঠে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন নেপালি শেরপা

এভারেস্টের চূড়ায় উঠে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন নেপালি শেরপা

ছবি: সংগৃহীত

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় ২৬ বারের মতো আরোহণ করে নেপালি শেরপা কামি রিতা নতুন বিশ্ব রেকর্ড করেছেন। এর মধ্য দিয়ে গত বছর করা নিজের রেকর্ড তিনি নিজেই ভেঙেছেন। খবর রয়টার্সের।

নেপালের রাজধানী কাঠমান্ডুর পর্যটন বিভাগের মহাপরিচালক তারানাথ অধিকারী রোববার জানান, কামি রিতা নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন এবং পর্বতারোহণে নতুন একটি বিশ্ব রেকর্ড করেছেন। স্থানীয় সময় শনিবার এভারেস্টের দক্ষিণ-পূর্ব শৈলশিরা পথ ধরে ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার পর্বতটির চূড়ায় পৌঁছান কামি রিতা। তিনি আরও বলেন, ৫২ বছর বয়সি কামি রিতার নেতৃত্বে আরও ১০ জন শেরপা এভারেস্ট জয় করেন। কামি রিতার স্ত্রী জাংমু বলেন, স্বামীর এ অর্জনে তিনি আনন্দিত।