রাশিয়া চাপ দিলে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া চাপ দিলে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন,  মিয়ানমারের ওপর রাশিয়ার অনেক প্রভাব রয়েছে। মস্কো যদি যথেষ্ট চাপ দেয় তাহলে হয়তো মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে পারে। এর ফলে এ মানুষগুলো একটা ভালো জীবনে ফিরে যেতে পারবে।আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সোভিয়েত-রাশিয়া বিষয়ক ৫ম এশিয়ান কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী মোমেন বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সম্পর্ক মুক্তিযুদ্ধ থেকে কিন্তু বঙ্গবন্ধু মারা যাওয়ার পর সেখানে ভাটা পড়ে যায়। বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা দায়িত্ব নেয়ার পর থেকে আবারও সে সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে। অনেকগুলো চুক্তি স্বাক্ষর হয়েছে। রূপপুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাজ এগিয়ে চলছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ রাশিয়ার সাথে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের পরিধি আরও বাড়াতে চায়। এর ফলে দুই দেশের মানুষ উপকৃত হবে। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি এখন ৮.১ শতাংশ। আমাদের অর্থনীতি এখন অনেক ভালো।