চট্টগ্রামে বাসের সাথে পুলিশভ্যানের ধাক্কা, আহত ১৩

চট্টগ্রামে বাসের সাথে পুলিশভ্যানের ধাক্কা, আহত ১৩

চট্টগ্রামে বাসের সাথে পুলিশভ্যানের ধাক্কা, আহত ১৩

চট্টগ্রামের সাগরিকা এলাকায় শিল্প পুলিশের গাড়িতে বাসের ধাক্কায় ১৩ শিল্প পুলিশ আহত হয়েছেন। শনিবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

আহতেরা হলেন শামীম হোসেন (২২), জসিম (২৩), রিমি (২২), মানিক (২৪), সালাউদ্দিন (২২), সৈকত (২২), মাহাবুল (২৬), সজীব (২১), জসিম (২৩), জান্নাত (২২), রুম্পা (২১), মাসুদ (২৩) ও উইনপ্রে (২২)।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শিল্প পুলিশের একটি পিকআপ ভ্যানে করে পুলিশ সদস্যরা কাট্টলী থেকে পুলিশ সুপারের কার্যালয় খুলশীতে যাচ্ছিলেন। পথে সাগরিকা মোড় এলাকায় ১১ নম্বর রোডে চলাচলকারী একটি বাস পুলিশের পিকআপটিকে ধাক্কা দেয়। এতে শিল্প পুলিশের ১৩ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো বলেন, ঘটনার পরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

সূত্র : ইউএনবি