সিলেটে ডায়রিয়া, চর্ম রোগের প্রাদুর্ভাব

সিলেটে ডায়রিয়া, চর্ম রোগের প্রাদুর্ভাব

ছবি: সংগৃহীত

বন্যার পানি নামতে না নামতেই সিলেটে ডায়রিয়া ও চর্মরোগের প্রকোপ দেখা দিয়েছে। সিলেটে ডায়রিয়ায় ১১৪ জন ও চর্মরোগে ছয় জন আক্রান্ত হয়েছে। সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার জানান, ডায়রিয়ায় আক্রান্তদের খাবার স্যালাইনের পাশাপাশি বিশুদ্ধ খাবার পানি খেতে বলা হচ্ছে। চর্মরোগে আক্রান্তদেরও চিকিৎসা চলছে। নগরী ও বিভিন্ন উপজেলায় ১৪০টি মেডিক্যাল টিম কাজ করছে। মেডিক্যাল টিমগুলো বন্যা উপদ্রুত এলাকায় গিয়ে মানুষজনকে সচেতন করছেন, খাবার স্যালাইন ও ওষুধপত্র প্রদান করছেন। ডাক্তার শাহরিয়ার জানান, বন্যা-পরবর্তী ডায়রিয়াসহ অন্যান্য রোগের প্রকোপ থেকে বাঁচতে বন্যার্তদের সাবান দিয়ে হাত ধুতে এবং বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দেওয়া হচ্ছে।

নগরীর ছড়ারপারের এক জন বাসিন্দা জানালেন, তার বাসা থেকে পানি নামার পর থেকে পরিবারের সদস্যদের অনেকের শরীরে চর্মরোগ দেখা দিয়েছে। এলাকার আরো অনেকেই চর্মরোগে আক্রান্ত।