ভারতে খাদ্য নিরাপত্তার কথা ভেবে কম খাচ্ছেন বয়স্করা

ভারতে খাদ্য নিরাপত্তার কথা ভেবে কম খাচ্ছেন বয়স্করা

ছবি: সংগৃহীত

মহামারি কোভিড-১৯ আক্রমণের পর রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের প্রভাব। এ দুই মিলে খাদ্য ও জ্বালানির খরচকে তাড়িয়ে বেড়াচ্ছে সাধারণ মানুষকে। এ কারণে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বয়োবৃদ্ধরা। খাদ্য নিরাপত্তার কথা ভেবে খাওয়া কমিয়ে দিয়েছেন ভারতের অবসর অপেক্ষমাণ বয়স্করা। তাদের আশঙ্কা, অবসরে গেলে কী খাবেন, কোত্থেকে খাবেন। তাই আগে থেকেই অবসর-পরবর্তী দুশ্চিন্তা কমাতে খাওয়া খরচ কমিয়ে সঞ্চয়ে মনোযোগী হয়েছেন তারা। বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ ভারতের দ্রব্যমূল্যবৃদ্ধির চিত্র তুলে ধরা হয়েছে।