কুবির আশেপাশের খাবারের দোকানে মূল্য নির্ধারণ

কুবির আশেপাশের খাবারের দোকানে মূল্য নির্ধারণ

ফাইল ছবি

কুবি প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন খাবারের দোকান গুলোতে দোকানিরা দাম বাড়িয়েছে প্রায় দ্বিগুণ। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্থানীয় প্রশাসন, ছাত্র প্রতিনিধি ও দোকানিদের সম্মতিতে খাবারের মূল্য নির্ধারণ করা হয়।

বুধবার (২৫ মে) সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রক্টর অফিসে প্রক্টর কাজী ওমর সিদ্দিকী রানা ও প্রক্টরিয়াল বডির সদস্যরা, ছাত্র প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ এবং কোটবাড়ি পুলিশ ফাড়ির ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের আশেপাশের দোকানিরা উপস্থিত ছিলেন।

এসময় তারা পরটার মূল্য হিসেবে ৭ টাকা, ডিম ১৫ টাকা (ভাজি ছাড়া), ডিম ২০ টাকা (ভাজি সহ), সবজি ১০ টাকা, সিংগারা ৭ টাকা, সামুচা ৭ টাকা, তেহেরি ৪০ টাকা, ভাত ১০ টাকা, তেলাপিয়া ৪০ টাকা, রুই ৫০ টাকা, মলাই ৫০ টাকা, টেংরা ৭০ টাকা, মুরগী ৪০ টাকা, গরুর মূল্য ১২০ টাকা নির্ধারণ করে।