৭১ টিভির গাড়ি ভাঙচুরের দায়ে শিক্ষার্থীকে বহিষ্কার করল কুবি প্রশাসন

৭১ টিভির গাড়ি ভাঙচুরের দায়ে শিক্ষার্থীকে বহিষ্কার করল কুবি প্রশাসন

৭১ টিভির গাড়ি ভাঙচুরের দায়ে শিক্ষার্থীকে বহিষ্কার করল কুবি প্রশাসন

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হওয়ার পর এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন সাময়িকভাবে বহিষ্কার করেছে ৭১ টিভির গাড়ি ভাঙচুরে অভিযুক্ত লোক প্রশাসন বিভাগের এগারো তম আবর্তনের শিক্ষার্থী এ এম নূর উদ্দিন হোসাইনকে।

মঙ্গলবার (১৪ জুন) ডেপুটি রেজিস্ট্রার মোঃ আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল সোমবার রাত নয়টা দশ মিনিটের দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের এটি এম বুথের সামনে টিভি চ্যানেল '৭১ টেলিভিশন' এর গাড়ি ভাংচুরের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এমএসএস শিক্ষার্থী মুহা. নূর উদ্দিন হোসাইনকে সন্দেহাতীতভাবে জড়িত থাকার বিষয়ে প্রক্টরিয়াল বডির প্রাথমিক তদন্ত রিপোর্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হওয়ায় মুহা. নূর উদ্দিন হোসাইনকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হলো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী রানা বলেন, 'প্রক্টরিয়াল বডি প্রাথমিক তদন্ত করেছে। সেই তদন্ত রিপোর্ট উপাচার্য মহোদয়ের নিকট পাঠানো হয়েছে। এবং উপাচার্যের সম্মতিতে ঐ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়'।