আজ কুসিক নির্বাচন, ভোটের প্রথম পরীক্ষায় ইসি

আজ কুসিক নির্বাচন, ভোটের প্রথম পরীক্ষায় ইসি

ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশন এবং দেশের প্রায় দুইশ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে আজ ভোট। বুধবার কুমিল্লা সিটি করপোরেশন ছাড়াও ১৭৬টি ইউনিয়ন পরিষদ, পাঁচটি পৌরসভা ও চারটি উপজেলা পরিষদে ভোট হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের অধীনে এটাই বড় আকারের প্রথম নির্বাচন। এদিকে মঙ্গলবার নির্বাচনি প্রচারণা না থাকলেও পিরোজপুরের নাজিরপুর, চট্টগ্রামের আনোয়ারা ও নোয়াখালীর সেনবাগসহ বেশ কিছু জায়গায় সহিংসতায় পুলিশসহ শতাধিক আহত হয়েছেন। সহিংসতা ও অনিয়মের কারণে এক পৌরসভা ও অন্তত ২২টি ইউপির ভোট স্থগিত করা হয়েছে।

এদিন কুমিল্লা সিটি করপোরেশন, ৫টি পৌরসভা ও ১৩২টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে। ইভিএম নিয়ে বিতর্কের মধ্যে তৃণমূল পর্যায়ে বড় আকারে এ মেশিনের মাধ্যমে ভোট নিতে যাচ্ছে কমিশন।

বাকিগুলোয় কাগজের ব্যালটে ভোট হবে। নির্বাচন বিশেষজ্ঞরা এ নির্বাচনকে ইসির প্রথম অ্যাসিড টেস্ট বলে মনে করছেন। যদিও ভোটের আগের দিন বিভিন্ন স্থানে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা হয়েছে। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।