ইউক্রেনকে ইইউ’র সদস্য করতে সমর্থন দিল ৪ দেশ

ইউক্রেনকে ইইউ’র সদস্য করতে সমর্থন দিল ৪ দেশ

ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হওয়ার জন্য ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছে জার্মানি, ফ্রান্স, ইতালি ও রোমানিয়া।

স্থানীয় সময় বৃহস্পতিবার কিয়েভ সফরে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক যৌথ সংবাদ সম্মেলনে এ সমর্থনের কথা জানান।

সফরে ম্যাক্রোঁ ছাড়াও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলয, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ও রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস লোহানিস ছিলেন। তারা সবাই ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্য হওয়ার প্রতি সমর্থন জানান। ইউক্রেনের আরেক প্রতিবেশী দেশ মলদোভার প্রতিও এই জোটের সদস্য হওয়ার জন্য সমর্থন জানান তারা।