বাংলাদেশ-ভারত সীমান্তে মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশনা প্রত্যাহার

বাংলাদেশ-ভারত সীমান্তে মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশনা প্রত্যাহার

ফাইল ফটো

 বাংলাদেশ-ভারত সীমান্তে এক কিলোমিটার পর্যন্ত এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার করে নিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। বিটিআরসি থেকে এ বিষয়ে চিঠি পাওয়ার পর বুধবার সীমান্ত এলাকায় নেটওয়ার্ক চালু করতে কাজ শুরু করেছে মোবাইল ফোন অপারেটরা।

বিটিআরসি চেয়ারম্যান জহুরুল জানান, সীমান্ত এলাকায় নেটওয়ার্ক বন্ধে যে নির্দেশনা দেয়া হয়েছিল বুধবার থেকে তা প্রত্যাহার করে নেয়া হয়েছে। সোমবার রাতে ভারত সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে এক কিলোমিটার পর্যন্ত এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক কভারেজ বন্ধ রাখার নির্দেশনা দেয় বিটিআরসি। নির্দেশনার পরপরই নেটওয়ার্ক সেবা বন্ধ করে দেয় সবক’টি অপারেটর।