মক্কায় পৌঁছেছেন ৪২ হাজার বাংলাদেশী হজযাত্রী

মক্কায় পৌঁছেছেন ৪২ হাজার বাংলাদেশী হজযাত্রী

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪২ হাজারের বেশি যাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন।হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, সোমবার পর্যন্ত ৪২ হাজার একজন যাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনার ৩৮ হাজার ৬১৬ জন রয়েছেন।

সৌদি আরবে এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশেী হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ চারজন ও নারী দুইজন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২০২২ সালের পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই। বাংলাদেশ থেকে চলতি হজ মৌসুমে আরো দুই হাজার ৪১৫ জনের কোটা বাড়িয়েছে সৌদি সরকার। যদিও আগে এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জনের কোটা দিয়েছিল সৌদি। কোটা বৃদ্ধির ফলে সর্বমোট ৬০ হাজার জন বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাবে।