কর্মসংস্থান ও বাসস্থানের দাবিতে উচ্চ শিক্ষিত অসহায় জন্মান্ধ অঞ্জনার সংবাদ সম্মেলন

কর্মসংস্থান ও বাসস্থানের দাবিতে উচ্চ শিক্ষিত অসহায় জন্মান্ধ অঞ্জনার সংবাদ সম্মেলন

কর্মসংস্থান ও বাসস্থানের দাবিতে উচ্চ শিক্ষিত অসহায় জন্মান্ধ অঞ্জনার সংবাদ সম্মেলন

কুষ্টিয়ায় অসহায় জন্মান্ধ উচ্চ শিক্ষিত সংগীত শিল্পী অঞ্জনা রানী হালদারের কর্মসংস্থান ও বাসস্থানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে অন্ধ শ্রুতিলিপির মাধ্যমে নিজের অসহায় জীবনের করুন চিত্র তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন জন্মান্ধ অঞ্জনা রানী হালদার।

লিখিত বক্তেব্যে কুষ্টিয়া পৌর এলাকার বিবি নন্দী সড়কস্থ অর্পিত সরকারী জমির উপর পরিত্যাক্ত ঘরে বসবাসকারী শারিরীক প্রতিবন্ধী মান্দারি হালদার ও ফুলমালা হালদারের জন্মান্ধ কন্যা অঞ্জনা বলেন, জন্ম থেকেই আজন্ম পাপের করুন পরিনতির কাছে মাথানত না করে নানা ঘাত প্রতিঘাত ও প্রতিকুলতা পেরিয়ে নিজেকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়কে ধারন করে তিল তিল করে গড়ে তুলেছেন নিজেকে। কুষ্টিয়ার দৃষ্টি প্রতিবন্ধী স্কুল থেকে শুরু করে প্রাইমারি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও কুষ্টিয়া সরকারী কলেজ থেকে সর্বশেষ ইতিহাস বিষয়ে

স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ২০১৭ সালে। একই সাথে কুষ্টিয়া শিল্পকলা একাডেমী থেকে ৪বছর মেয়াদী সংগীত শিক্ষায় ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছেন।

বিদ্যমান অবস্থায় ন্যূনতম জীবন ধারনযোগ্য একটা কর্মসংস্থান এবং মাথাগোঁজার মতো একটা ঠাঁয় পেতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজে সরাসরি প্রধানন্ত্রীর সাথে দেখা করে দুরাবস্থার নিরসনের আবেদন করতে চাই।  এসময় অঞ্জনার সাথে উপস্থিত ছিলেন নিকট প্রতিবেশী রেহানা আহমেদ, অঞ্জনার মা ফুলমালা হালদারসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।