বিক্ষোভের মুখে সরকারি বাড়ি ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

বিক্ষোভের মুখে সরকারি বাড়ি ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

বিক্ষোভের মুখে সরকারি বাড়ি ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আজ শনিবার তার সরকারি বাসভবন ছেড়ে পালিয়ে গেছেন। বিক্ষোভকারীরা বলপূর্বক তার বাড়িতে প্রবেশ করলে তিনি পালিয়ে যান বলে খবরে প্রকাশ।

আজ শনিবার পূর্ব-নির্ধারিত বিক্ষোভ সমাবেশ থেকে বিক্ষোভকারীরা কলম্বো ফোর্টের চাথাম স্ট্রিটে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবনের দিকে যেতে থাকে। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং জলকামান ব্যবহার করেও তাদের দমাতে পারেনি। তারা সকল প্রতিরোধ ভেঙে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বিক্ষোভ প্রতিরোধ করতে এর আগে পুলিশ কলম্বোতে কারফিউ জারি করেছিল। কিন্তু কারফিউ উপেক্ষা করে বিপুলসংখ্যক বিক্ষোভকারী সমবেত হয়। কয়েক মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে আজ শনিবারই সম্ভবত সবচেয়ে বেশি লোক সমবেত হয়েছিল।

স্থানীয় নিউজ চ্যানেলগুলোতে দেখা যায়, প্রেসিডেন্টের বাসভবনে প্রবেশকারী অনেক বিক্ষোভকারী শ্রীলঙ্কার পতাকা ও হেলমেট বহন করছিলেন।অবশ্য, বিক্ষোভকারীরা প্রবেশের আগেই প্রেসিডেন্ট ভবনটি খালি করে কলম্বো ছেড়ে চলে যেতে সক্ষম হন।