ফিরতি পথেও স্বাচ্ছন্দ্যে ২১ জেলার মানুষ

ফিরতি পথেও স্বাচ্ছন্দ্যে ২১ জেলার মানুষ

ছবি: সংগৃহীত

দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের এবারের ঈদযাত্রা এবং ঈদ শেষে ঢাকা ফেরা ছিল স্বাচ্ছন্দ্যের। বিগত বছরগুলোতে যানজট আর ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে ঘাটে। কিন্তু এবার পদ্মা সেতু উদ্বোধনের পর সেই চিত্র পালটে গেছে। ঢাকা থেকে রওয়ানা হয়ে পদ্মা সেতু পার হয়ে ৩ থেকে ৪ ঘণ্টায় পৌঁছানো গেছে বরিশাল বা খুলনায়। তেমনি ঈদের পর ফিরতি পথেও এরকম কম সময় লেগেছে।

ঈদ পরবর্তী যাত্রীর চাপ নেই ঢাকা-বরিশাল রুটের আকাশপথেও। আগে প্রতি ঈদে অতিরিক্ত ফ্লাইট দেওয়ার পাশাপাশি আকাশচুম্বী হয়ে যেত বিমানের ভাড়া। কিন্তু এবার তেমনটা হয়নি।