বগুড়ায় প্রাইভেটকার-পিকআপের সংঘর্ষ, নিহত ৪

বগুড়ায় প্রাইভেটকার-পিকআপের সংঘর্ষ, নিহত ৪

ফাইল ছবি

বগুড়ার কাহালুতে প্রাইভেটকার ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত  ও একাজন গুরুতর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার কালিয়া পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার তানছের আলী (৬০), তার ছেলে টগর আলী (৩৫), মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৩৫) ও প্রাইভেটকারচালক পত্নীতলা উপজেলার মান্নুর ছেলে সুমন (৩০)।

পুলিশ জানায়, তানছের আলী ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রাইভেটকারে করে তারা নওগাঁ থেকে বগুড়ায় যাচ্ছিলেন। এ সময় কাহাল উপজেলার দরগাহাট এলাকায় পৌঁছলে বগুড়া থেকে নওগাঁগামী একটি পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তানছের আলী, তার ছেলে টগর ও প্রাইভেটকারচালক সুমন। পরে আহত শাকিল ও আব্দুর রহমানকে শজিমেক হাসপাতালে পাঠানো হলে পথে আব্দুর রহমানের মৃত্যু হয়।

এ প্রসঙ্গে কাহালু থানার ওসি আমবার হোসেন বলেন, পিকআপচালকে আটক করা যায়নি। তবে পিকআপটি জব্দ করেছে।