হামজাকে 'ট্রাস্টি' মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ

হামজাকে 'ট্রাস্টি' মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সুপ্রিম কোর্ট আগামী সোমবার পর্যন্ত হামজা শাহবাজকে পাঞ্জাবের 'ট্রাস্টি' মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত প্রাদেশিক মুখ্যমন্ত্রী নির্বাচনে পাঞ্জাব আইন পরিষদের ডেপুটি স্পিকার দোস্ত মাজারির রুলিং নিয়ে ইমরান খানের প্রার্থী পারভেজ ইলাহির আবেদনের প্রেক্ষাপটে আদালত শনিবার এই আদেশ দেন।

শুক্রবারের নির্বাচনে মাজারি ইমরান খানের দল পিটিআইয়ের শরিক দল পিএমএল-কিউয়ের ১০টি ভোট বাতিল করে দেন। ওই ভোট পেলে পারভেজ ইলাহিই হতেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজ মাত্র তিন ভোটের ব্যবধানে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। তিনি ইতোমধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথও গ্রহণ করে ফেলেছেন।

ইলাহি ডেপুটি স্পিকারের বিতর্কিত রুলিংয়ের চ্যালেঞ্জ করেন।

প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল, বিচারপতি ইজাজ আহসান ও বিচারপতি মুনিব আখতারের বেঞ্চে এই শুনানি হয়।

শুনানিকালে ইলাহির আইনজীবী ব্যারিস্টার জাফর বলেন, প্রাদেশিক পরিষদের নির্বাচনের সময় ৩৭০ জন সদস্য ছিলেন। পারভেজ ইলাহি পেয়েছিলেন ১৮৬ ভোট, হামজা পেয়েছেন ১৭৯ ভোট। ফলে ইলাহিই জিতেছিলেন।

তিনি বলেন, কিন্তু ডেপুটি স্পিকার ১০টি ভোট বাতিল করলে হামজা হয়ে যান মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, নির্বাচনের আগে দিয়ে পিএমএল-কিউয়ের দলনেতা শুজাত দলীয় নির্দেশনা অমান্য করে ডেপুটি স্পিকারের কাছে লেখা এক চিঠিতে জানান, তারা ইমরান খানের প্রার্থীকে ভোট দেবেন না। তিনিসহ দলের মোট তিন সদস্য হামজাকে ভোট দেন। এই তিন ভোট পেয়েই হামজা নির্বাচিত হন। অন্যদিকে পিএমএল-কিউয়ের অন্য ১০ সদস্য ইমরান খানের মনোনীত প্রার্থীকে ভোট দেন। তাদের সবার ভোট বাতিল করেন মাজারি।

সূত্র : দি নিউজ, এক্সপ্রেস ট্রিবিউন