করোনায় মৃত্যু ছাড়াল ৬৪ লাখ ৭ হাজার

করোনায় মৃত্যু ছাড়াল ৬৪ লাখ ৭ হাজার

প্রতীকী ছবি

করোনার তান্ডবে থমকে ছিল গোটা বিশ্ব।  তবে করোনার দাপট কমতে থাকায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল বিশ্বের সবকিছু।  এর মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জন্য আবারও থমকে যাওয়া শুরু করেছে গোটা বিশ্ব।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার বেলা ১১টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ কোটি ৭৩ লাখ ৭৩ হাজার ৮০২ জনে। মৃতের সংখ্যা ৬৪ লাখ সাত হাজার ৭২৫ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৪ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৫৭৮ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ২৪ লাখ ৯৪ হাজার ১৮ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৫২ হাজার ৯৩৫ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৭৬৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৬ হাজার ১৬৭ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৩৬ লাখ ৬০ হাজার ৬০৮ জন। ছয় লাখ ৭৭ হাজার ৫৬৩ জন মারা গেছেন।