ভর্তি পরীক্ষা এলেই কুবির আশেপাশে পরিবহন ভাড়া দ্বিগুণ হয়

ভর্তি পরীক্ষা এলেই কুবির আশেপাশে পরিবহন ভাড়া দ্বিগুণ হয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)

কুবি প্রতিনিধিঃ ভর্তি পরীক্ষা এলেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে কুমিল্লা শহর পর্যন্ত পরিবহন ভাড়া দ্বিগুণ হয়ে যায়। এ নিয়ে ভোগান্তি পোহাতে হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের। প্রতিবছরই এমন সমস্যার সম্মুখীন হয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

গুচ্ছ ভর্তিপরীক্ষায় অংশগ্রহণ করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এলাকায় আসা এক শিক্ষার্থী বলেন, ‘কুমিল্লা শহর থেকে অটো করে কোটবাড়ি এসেছি। স্বাভাবিকভাবে যে ভাড়া ৩৫ টাকা তা এখন ৫০-৬০ টাকা করে নিচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী রানা বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ প্রশাসনের সমন্বয় করে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিব।’

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ‘কোটবাড়ি এলাকায় যেসব অটো আগের চেয়ে বেশি ভাড়া নিচ্ছে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব।’

উল্লেখ্য, শনিবার (৩০ জুলাই) গুচ্ছ ভর্তিপরীক্ষার ‘এ’ ইউনিটের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে।