এশিয়া কাপের সূচি প্রকাশ

এশিয়া কাপের সূচি প্রকাশ

এশিয়া কাপের সূচি প্রকাশ

এশিয়া কাপ ২০২২ আসরের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৭আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আসর, শেষ হবে ১১ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে।১৫তম এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা মুখোমুখি হবে আফগানিস্তানের। পরের দিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে ভারত ও পাকিস্তান।

‘এ’ গ্রুপে বাংলাদেশের সাথে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান। ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সাথে যুক্ত হবে কোয়ালিফায়ার রাউন্ড থেকে আসা একটি দল।

কোয়ালিফাইং রাউন্ডে লড়বে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর এবং হংকং। এই চার দলের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ দল যুক্ত হবে মূল পর্বে।

বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট আফগানিস্তানের সাথে। দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে।

২০১৮ সালে অনুষ্ঠিত হওয়া সবশেষ আসর হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আবারের আসরও হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় সাহা টুইটে জানিয়েছেন, ‘ অবশেষে ২৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এশিয়ান আধিপত্যের লড়াই। যা শেষ হবে ১১ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে। এশিয়া কাপের ১৫তম আসরটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আদর্শ প্রস্তুতি হিসেবে কাজ করবে।’