সিরিজ বাঁচানোর ম্যাচে টস হারলো বাংলাদেশ, দলে তিন পরিবর্তন

সিরিজ বাঁচানোর ম্যাচে টস হারলো বাংলাদেশ, দলে তিন পরিবর্তন

ছবি: সংগৃহীত

স্বগাতিক জিম্বাবুয়ের সাথে  সিরিজ বাঁচানোর ম্যাচে টসে হেরে একাদশে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিং এ বাংলাদেশ।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। এনিয়ে জিম্বাবুয়ে সফরে টানা পঞ্চম ম্যাচে টস হারলো বাংলাদেশ দল। টি-টোয়েন্টি পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও টস হেরে আগে ব্যাটিং করেছিল বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে হারের পর আজ দ্বিতীয় ওয়ানডেটা বাংলাদেশের জন্য হয়ে গেছে বাঁচা-মরার লড়াই। হারলেই জিম্বাবুয়ের কাছে টানা দুই সিরিজ হারের লজ্জায় ডুববে তামিম ইকবালের দল। 

এমন সমীকরণে দ্বিতীয় ওয়ানডেতে মোসাদ্দেক হোসেন, লিটন ও মুস্তাফিজের জায়গায় এসেছেন নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। অর্থাৎ ব্যাটার একজন কমিয়ে বোলার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।