করোনা আক্রান্তের সংখ্যা ৫৯ কোটি ছাড়ালো

করোনা আক্রান্তের সংখ্যা ৫৯ কোটি ছাড়ালো

প্রতীকী ছবি

করোনার তান্ডবে থমকে ছিল গোটা বিশ্ব।  তবে করোনার দাপট কমতে থাকায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল বিশ্বের সবকিছু।  এর মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জন্য আবারও থমকে যাওয়া শুরু করেছে গোটা বিশ্ব।

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৯ কোটি ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ৬৪ লাখ ৩৮ হাজার পেরিয়ে গেছে।

ওয়াল্ডোমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৯টায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ কোটি ১০ লাখ সাত হাজার ৮৫ জন। মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৩৮ হাজার ৪১৩ জন। আর সুস্থ হয়েছেন ৫৬ কোটি ১৭ লাখ ৯৩ হাজার ৮১৭ জন।

বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। মৃত ও আক্রান্তে শীর্ষে আছে দেশটি। আক্রান্তের সংখ্যা নয় কোটি ৪০ লাখ ২৪ হাজার ৯২৫ জন। মৃতের সংখ্যা এক লাখ ৫৯ হাজার ২১০ জন।

মৃত ও আক্রান্তে দ্বিতীয় স্থানে আছে প্রতিবেশী দেশ ভারত। আক্রান্ত হয়েছেন মোট চার কোটি ৪১ লাখ ৭০ হাজার ৭৯৫ জন। মারা গেছেন পাঁচ লাখ ২৬ হাজার ৭৩০ জন।

তৃতীয় স্থানে আছে ফ্রান্স। আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪০ লাখ ৭৯ হাজার ৬৫৮ জন। মারা গেছেন এক লাখ ৫২ হাজার ৭১১ জন।