প্রশাসনের অবহেলায় কুবিতে বেড়েছে বহিরাগতদের দৌরাত্ম্য

প্রশাসনের অবহেলায় কুবিতে বেড়েছে বহিরাগতদের দৌরাত্ম্য

ফাইল ছবি

কুবি প্রতিনিধিঃ মাদক সেবন, দল বেধে আড্ডা, ধূমপান, ছিনতাই ও মারধরসহ বহিরাগতদের নানা অপকর্ম বেড়েই চলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে। এতে দৃশ্যমান কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি প্রশাসনকে। শিক্ষার্থীদের অভিযোগ প্রশাসনের অবহেলায় এসব ঘটনা দিনের পর দিন বেড়েই চলছে।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, কেন্দ্রীয় খেলার মাঠ ও অভ্যন্তরীণ বিভিন্ন টিলায় বহিরাগতদের মাদক সেবন ও ধূমপানের জায়গা হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে বহিরাগতদের আবাধ চলাচল, আবাসিক হলের আশেপাশে ফ্রি ওয়াই-ফাই চালানোর উদ্দেশ্য একত্রে মিলিত হয় স্থানীয় অনেক বখাটে। খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের ১৮ জুন স্থানীয় রাজমিস্ত্রী তুহিন কর্তৃক ক্যাম্পাসের অভ্যন্তরে ঘুরতে আসা বাইরের দুই শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটে।

 এছাড়াও গত ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মাদক সেবনরত অবস্থায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৪ জনকে আটক করে প্রশাসন। এছাড়াও বিভিন্ন সময়ে বহিরাগত কর্তৃক বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নৃবিজ্ঞান বিভাগের ১৩ তম আবর্তনের শিক্ষার্থী সাঈদ হাসান বলেন, 'জিমনেশিয়ামে প্রায় সময় অপরিচিত ছেলে বসে থাকে। মাঝেমধ্যে সংখ্যায় অধিক হওয়ার কারণে তাদের কিছু বলা মুশকিল হয়ে দাঁড়ায়। এছাড়াও বহিরাগতদের আবাসিক হলের আশেপাশে অবাধ বিচরণ আতংকের কারণ হয়ে দাঁড়িয়েছে।' এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী রানা বলেন, ' এবিষয়ে খোজ খবর নিয়ে নিরাপত্তা বিভাগের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব।'