বগুড়া বিড়ি মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের জাতীয় শোক দিবস পালন

বগুড়া বিড়ি মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের জাতীয় শোক দিবস পালন

বগুড়া বিড়ি মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের জাতীয় শোক দিবস পালন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বগুড়া বিড়ি মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষে বগুড়ার দক্ষিণ কাটনার পাড়ায় অবস্থিত জয়নাল বিড়ি ফ্যাক্টরীতে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিড়ি শ্রমিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সোহেল মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া বিড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ রফিকুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার রেজাউল করিম ডাবলু, আলহাজ¦ নূরুন্নবী, হাসান প্রমূখ।           

আলোচনা সভায় বক্তারা বলেন,  শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করে গেছেনে। তিনি কৃষক-শ্রমিক মেহনতি মানুষকে বেশি ভালবাসতেন। জাতির পিতা সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সে লক্ষ্যে এগিয়ে চলেছেন। সেটাই আমাদের বড় প্রাপ্তি। জাতির পিতার লালিত স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।   

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের কাল রাতে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।