গ্রেনেড হামলা দিবসে ইবি ছাত্রলীগের বিক্ষোভ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন

গ্রেনেড হামলা দিবসে ইবি ছাত্রলীগের বিক্ষোভ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন

ছবি- নিউজজোন বিডি

ইবি প্রতিনিধি:২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। রবিবার সকাল দশটায় বিশ^বিদ্যালয়ের প্রধান ফটক ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা।

এর আগে দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে মিছিলে সহভাপতি কামরুল ইসলাম অনিক, আল মামুন, বনি আমিন, আরিফুল ইসলাম খান, সানজিদা চৌধুরী অন্তরা, নাইমুল ইসলাম জয়, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সরোয়ার জাহান শিশির, মাসুদ রানা লিংকন, হোসাইন মজুমদার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও সোহাগ শেখসহ অন্য নেতাকর্মীরা অংশ নেন।

এছাড়া দিবসটি উপলক্ষে সকাল সাড়ে নয়টায় প্রতিবাদ র‌্যালির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসন ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে গিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে মিলিত হয়। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে র‌্যালিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার এইচ এম আলী হাসানসহ অন্য শিক্ষক কর্মকর্তারা অংশ নেন।

পরে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে প্রশাসন। এরপর একে একে বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, বিভিন্ন আবাসিক হল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।