বঙ্গোপসাগরে ট্রলারডুবি : আরো ৩ জেলের লাশ উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলারডুবি : আরো ৩ জেলের লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের নাজিরারটেক চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় আরো তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মহেশখালী চ্যানেল থেকে রোববার সকাল সোয়া ১০টার দিকে তাদের লাশ ভাসতে দেখে জেলেরা। পরে স্বজনরা কোস্ট গার্ডের সহায়তায় লাশ তিনটি উদ্ধার করে। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হলো।

নিহতরা হলেন হোসেন আহমদ, আজিজুল হক ও মোহাম্মদ আবছার। হোসেন ও আবছারের বাড়ি সদর উপজেলার খুরুশকুলের পূর্ব হামজার ডেইল এলাকায় এবং আজিজুলের বাড়ি একই ইউনিয়নের মামুনপাড়ায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সেলিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড পূর্ব জোনের কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, গত শুক্রবার বিকেলে নাজিরারটেক চ্যানেলে ডুবে যায় এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার। ট্রলারের ১৯ জেলের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড। অন্য ট্রলারে তীরে ফেরে আরো তিনজন।

নিখোঁজ আটজনের মধ্যে শনিবার তৈয়ব ও সাইফুল নামে দু’জনের লাশ উদ্ধার করা হয়। বাকি ছয়জনের মধ্যে আজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
সূত্র : ইউএনবি