ইউক্রেনে যে পক্ষই জিতুক না কেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই হেরেছে : রিপোর্ট

ইউক্রেনে যে পক্ষই জিতুক না কেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই হেরেছে : রিপোর্ট

সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে যে পক্ষই বিজয়ী হোক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে হেরে যাবে। আমেরিকান দ্বিমাসিক রক্ষণশীল আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ম্যাগাজিন ‘দ্য ন্যাশনাল ইন্টারেস্ট’ এক রিপোর্টে এ কথা জানায়।

রিপোর্টে বলা হয়, রাশিয়া-ইউক্রেন দ্বন্ধ শুরু হওয়ার পর, পশ্চিমা গণতন্ত্রগুলি দ্রুত একত্রিত হয়। রাশিয়া থেকে জীবাশ্ম জ্বালানি কেনা বন্ধসহ শেষ মস্কোর বিরুদ্ধে বিস্তৃত নিষেধাজ্ঞা জারি করে।  

এতে বলা হয়, পশ্চিমের এই জ্বালানি নিষেধাজ্ঞাগুলি ব্যাপক পরিসরে ‘ব্যাকফায়ার করেছে, যার ফলে মুদ্রাস্ফীতি এবং সরবরাহে বিঘœ ঘটছে। পরিস্থিতি এতো গুরুতর যে ব্রাসেলস এখন অর্থনৈতিক পরিণতি মোকাবেলা করতে লড়াই করছে।’

প্রতিবেদনে বলা হয়, ১৯৪৯ সালে ন্যাটো গঠনের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ঐতিহাসিক অনুমানগুলির মধ্যে মাথা গুঁজে রাখা অব্যাহত রাখে, তবে এতে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ এবং ক্ষমতার অতিরিক্ত প্রসারে পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে চলেছে। 

ম্যাগাজিনটি বলেছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্র আর বিশ্বের একমাত্র প্রভাবশালী শক্তি নয়।’ 

সূত্র: বাসস