চাল-গমের দাম নির্ধারণ করে দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী

চাল-গমের দাম নির্ধারণ করে দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী

চাল-গমের দাম নির্ধারণ করে দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চাল ও গমের দাম নির্ধারণ করে দেবে সরকার।তিনি বলেন, তেলের মতো সরকার চাল ও গমসহ নয়টি পণ্যের দাম নির্ধারণ করে দেবে। ট্রারিফ কমিশন আগামী ১৫ দিনের মধ্যে এসব পণ্যের যৌক্তিক মূল্য বের করবে। কেউ নির্ধারিত মূল্যের বেশি নিলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

মঙ্গলবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা জানান।নয়টি পণ্যের মধ্যে রয়েছে চাল, গম (আটা ও ময়দা), চিনি, ভোজ্যতেল, মশুর ডাল, পেঁয়াজ, এম এস পণ্য এবং সিমেন্ট।

সূত্র : ইউএনবি