করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে মাহাথির মোহাম্মদ

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। ৯৭ বছর বয়সী ড. মাহাথির মোহাম্মদকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার মাহাথির মোহাম্মদের কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা রয়টার্স।

মাহাথির মোহাম্মদের বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত বর্ণনা না দিয়ে একটি বিবৃতিতে 
তার কার্যালয় বলেছে, মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদকে আগামী কয়েকদিন পর্যবেক্ষণের জন্য জাতীয় হৃদযন্ত্র ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এর আগে তিনি করোনা ভ্যাকসিনের তিনটি ডোজ নিয়েছেন।

দুই দশকেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা নন-এনারিয়ানের হৃদরোগের সমস্যা রয়েছে। তার হার্ট অ্যাটাক এবং বাইপাস সার্জারি হয়েছে।

সূত্র: রয়টার্স