ব্রাভোর পর সাকিবের এমন কীর্তি

ব্রাভোর পর সাকিবের এমন কীর্তি

বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

এশিয়ার প্রথম এবং বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬ হাজার রান ও ৪০০ উইকেটের মালিক হলেন বাংলাদেশের সাকিব আল হাসান।

শুক্রবার রাতে দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে বল হাতে উইকেট-শূন্য থাকলেও ব্যাট হাতে ২৪ রান করেন সাকিব। যার মাধ্যমে টি-টোয়েন্টিতে ৬ হাজার রান পূর্ণ করেন সাকিব। আর বল হাতে আগেই ৪১৯ উইকেট ঝুলিতে ছিল সাকিবের।

ফলে টি-টোয়েন্টি ইতিহাসে এশিয়ার প্রথম ও বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ব্যাট হাতে ৬ হাজার রান ও বল হাতে ৪০০ উইকেট শিকারের নজির গড়েন সাকিব।

সাকিবের আগে এই কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডয়েন ব্রাভো। ৫৪৯টি ম্যাচ খেলে ৬ হাজার ৮৭১ রান এবং ৬০৫ উইকেট আছে ব্রাভোর। আর এখন পর্যন্ত ৩৬৯ ম্যাচ সাকিবের রান ৬ হাজার ৯ ও উইকেট ৪১৯টি।

সূত্র : বাসস