১০২০ দিন পর কোহলির সেঞ্চুরি

১০২০ দিন পর কোহলির সেঞ্চুরি

ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি

অবশেষে ব্যাট হাতে সেঞ্চুরির দেখা পেলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ১০২০ দিন পর সেঞ্চুরি করলেন তিনি। ২০১৯ সালের ২৩ নভেম্বর কোলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের টেস্টে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন কোহলি।

আজ এশিয়া কাপ টি-টোয়েন্টির টুর্নামেন্টের সুপার ফোরে ভারতের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেন কোহলি। ১০৪ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি প্রথম সেঞ্চুরি কোহলির। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭১তম সেঞ্চুরি তার। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে স্পর্শ করলেন কোহলি।

তিন ফরম্যাট মিলিয়ে ৫৬০ ম্যাচে ৭১টি সেঞ্চুরি করেছেন পন্টিং। ৪৬৮তম ম্যাচেই পন্টিংকে ধরে ফেললেন কোহলি। ৬৬৪ ম্যাচে ১শটি সেঞ্চুরি করে বিশ^ রেকর্ডের মালিক ভারতের শচীন টেন্ডুলকার।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ওপেনার হিসেবে নেমে ১৯তম ওভারের দ্বিতীয় বলে ছক্কা দিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এজন্য ৫৩তম বল খেলেন কোহলি। সেঞ্চুরি করতে ১০টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি।

শেষ পর্যন্ত ১২২ রানে অপরাজিত থাকেন কোহলি। ৬১ বল খেলে ১২টি চার ও ৬টি ছক্কা মারেন কোহলি। তার সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেটে ২১২ রান করেছে ভারত।
এবারের এশিয়া কাপের প্রথম সেঞ্চুরি করলেন কোহলি।

সূত্র: বাসস