ভারতের আপত্তি সত্ত্বেও পাকিস্তানে অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র

ভারতের আপত্তি সত্ত্বেও পাকিস্তানে অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ভারতের আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী পাকিস্তানে অস্ত্র সরবরাহ করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এর আওতায় রয়েছে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের এফ-১৬ যুদ্ধবিমান।

মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ব্লিনকেন জানান, চলতি মাসের শুরুর দিকে সামরিক প্যাকেজটি পাকিস্তানের নৌবহরের রক্ষণাবেক্ষণের জন্য অনুমোদন দেয়া হয়।

তিনি বলেন, ‘এখানে নতুন কোনো বিমান নেই। কেবল নতুন সিস্টেম ও অস্ত্র আছে। এছাড়া তাদের যা আছে তা টেকসই।’

ব্লিনকেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুভ্রাক্ষ্মণ জয়শঙ্করের সাথে কথা বলেছেন বলেও জানান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের পরিকল্পনা হলো সন্ত্রাসীদের হুমকি মোকাবেলায় নিজেদের আরো শক্তিশালী করা এবং তাদের দেশ থেকে বিতাড়িত করা। এটি কারো স্বার্থে নয় বরং পরিস্থিতি মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার জন্য।’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির সাথে সাক্ষাতের এক দিন পর তিনি জয়শঙ্করের সাথে দেখা করেন।

সোমবার সাক্ষাতের পর তিনি বলেন, ‘আলোচনায় আমরা ভারতের সাথে দায়িত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব নিয়ে কথা বলেছি।’ এছাড়া তিনি বিস্তারিত কিছু বলেননি।

এক দশক ধরে পাকিস্তান ও ভারত দুটি দেশের সাথেই সুসম্পর্ক রেখে চলেছে যুক্তরাষ্ট্র। যদি দেশ দুটির মধ্যে বিভিন্ন বিষয়ে জাতিগত বিরোধ রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র নিড প্রাইসমুখ পাত্র নিড প্রাইস সপ্তাহের শুরুতে বলেন, পকিস্তানও ভারত দু‘দেশের সাথে আমাদের সম্পর্ক নিজস্ব ভিত্তির ওপর রয়েছে।

এদিকে ব্লিংকেনের এফ-১৬ চুক্তি নিয়ে সমালোচনা করেননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। তবে রোববার এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র যে অবস্থান নিয়েছে তাতে ‘কাউকে বোকা বানাতে পারবে না’।

তিনি আরো বলেন, ‘যখন এফ-১৬ এর মতো যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে কথা হচ্ছে তখন কাউকে বলা হচ্ছে, আমি এটা সন্ত্রাস প্রতিরোধের জন্য করছি। কিন্তু সবাই জানে এটা কোথায় মোতায়েন করা হবে।’

তবে ধারণা করা হচ্ছে, এটা ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হবে।

সূত্র : আল জাজিরা