ইন্দোনেশিয়ায় ট্রাজেডির পর ফুটবলের নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ প্রেসিডেন্টের

ইন্দোনেশিয়ায় ট্রাজেডির পর ফুটবলের নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ প্রেসিডেন্টের

ইন্দোনেশিয়ায় ট্রাজেডির পর ফুটবলের নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ প্রেসিডেন্টের

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো দেশটির ফুটবল ম্যাচগুলোর নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।স্টেডিয়ামে ভক্ত ও পুলিশের মধ্যে সংঘর্ষে ১২৯ জন নিহত হওয়ার পর রোববার তিনি এ নির্দেশ দেন।

প্রেসিডেন্ট উইদোদো টেলিভিশনে এক বিবৃতিতে বলেন, ফুটবল ম্যাচ এবং নিরাপত্তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার জন্যে দেশটির ক্রীড়া ও যুবমন্ত্রী, জাতীয় পুলিশ প্রধান ও ইন্দোনেশীয় ফুটবল এসোসিয়েশন প্রধানকে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে দেশটির কর্মকর্তারা জানান, সেখানকার একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত ১৭৪ জনের মৃত্যু হয়েছে।বিশ্বের ভয়াবহ স্টেডিয়াম বিপর্যয়গুলোর মধ্যে অন্যতম এই ঘটনাটি ঘটেছে একটি ফুটবল ম্যাচের পর।

পূর্ব জাভায় আরেমা এফসি প্রতিদ্বন্দ্বী পারসেবায়া সুরাবায়ার সাথে হেরে যাওয়ার পর সমর্থকদের সাথে পুলিশের ওই সংঘর্ষ হয় যাতে আরো অন্তত ১৮০ জন আহত হয়েছে।ভিডিওতে দেখা গেছে খেলার শেষ বাঁশি বাজার সাথে সাথে সমর্থকরা মাঠের মধ্যে ঢুকে পড়ে।

এরপর পুলিশ টিয়ার শেল ছুঁড়তে শুরু করে এবং এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে ও দমবন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানিয়েছেন পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিনতা।দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বলেছেন, স্টেডিয়ামটিতে ধারণ ক্ষমতার চেয়ে চার হাজার দর্শক বেশি ছিল।

সূত্র : বাসস