কোভিড সংক্রমণ বাড়ায় মাস্ক পরার নির্দেশ কিয়েভ বাসিন্দাদের

কোভিড সংক্রমণ বাড়ায় মাস্ক পরার নির্দেশ কিয়েভ বাসিন্দাদের

প্রতীকী ছবি

কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়া এবং রুশ হামলার কারনে স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার প্রেক্ষিতে ইউক্রেন কর্তৃপক্ষ রাজধানীবাসীকে আবারো মাস্ক পরার নির্দেশ দিয়েছে।

সিটি হল থেকে বলা হয়েছে, গত সপ্তাহে কিয়েভে ২,৫১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪২ এবং মারা গেছেন ২২ জন।

কর্তৃপক্ষ আরো বলছে, গণপরিবহন, ক্লায়েন্টদের সেবা দেয়া হয় এমন জায়গায় এবং শিক্ষা কেন্দ্রগুলোতে বাসিন্দাদের মাস্ক পরা উচিত।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৯ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ইউক্রেনে নতুন করে ৪৪,১৩৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৬,৬৬৭ এবং মারা গেছেন ১৬১ জন।

গত সোমবার ইউক্রেনের  স্বাস্থ্য উপমন্ত্রী বলেছেন, যুদ্ধের কারনে প্রতিদিনই স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছে।
তিনি বলেন, যুদ্ধের শুরুতেই কোভিড-১৯ রোগীদের ১৮টি সেবাকেন্দ্র ধ্বংস করা হয়। আরো ১৫টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া একশরও বেশি সেবাকেন্দ্র জোরপূর্বক দখল করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আগস্টের শেষে ইউক্রেনের স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এখনও টিকে আছে।

সূত্র: বাসস